ব্যথিত হৃদয়

লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ২৬ জানুয়ারি, ২০১৩, ০৩:০২:২৭ দুপুর

আজি যে দিবস আমাতে করিছে খেলা,

হৃদয়ে বুলায়ে ব্যাথা

তারে রাখিতে হৃদয়ে

ধরিতে চাই,

ধরিব কেমনে!

আমি হৃদয়ে রাখিয়া হৃদয়ের ভার

আমায় খুঁজিতে আবার

নয়নবারি ঝরাইব বিফল

নয়নে!

আমার দায় কাজ

নদীতীরে ফেলে এসে আজ –

ঢেকেছি গোপনে ধরনীয় সাঁজ।

ওহে আলোর দ্বীন!

কাঁদিয়া চলেছি কত রাতি-দিন।

বৃথা প্রেমানলে এ হৃদয় পারে

যতনভরে খুঁজেছি গো তারে।

আজি শ্রান্ত চরণ, ক্লান্ত মন,

পাষাণসম হৃদয় সকলি অবশেষে

ঝিমায়ে পরিছে আসি আলসের বসে।

তবু; রজনীর শেষে,

সোমা উকি মারে এসে।

তখন,উদাস ভূবন,

দক্ষিণদ্বারের নব সমিরণ

কানে কানে বলে যায় –

বেলা নায়! বেলা নায়!

তখন, এ মন

গাহে না’তো গান,

হতাশ সমান আশা মোর

রজনীর দ্বারে দ্বারে –

কুসুম বিহব্বরে

কাঁদিয়া বেড়ায়।

০২ ভাদ্র ১৪১৮

(দুপুর)

বিষয়: সাহিত্য

১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File